ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানির জীবনের অজানা গল্প   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

এক সময়ের পর্ণ তারকা সানি লিওন বলিউডে এসে নিজের পায়ের তলায় মাটি একটু একটু করে শক্ত করেছেন। বলি মহলের সবাই তাকে এখন এক নামেই চেনেন। অভিনয় করছেন। করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা হয়েছেন।  

কিন্তু সানির এই জার্নি খুব একটা সহজ ছিল না। একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কী ভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কী ভাবে তা থেকে বেরিয়ে বলিউড মেনস্ট্রিমে জায়গা করে নিলেন? এ সব নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল রয়েছে। তা মিটতে পারে ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজ দেখে। সদ্য মুক্তি পেয়েছে এর টিজার।

সোশ্যাল মিডিয়ায় এই টিজার ভিডিও শেয়ার করেছেন সানি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবন খুব তাড়াতাড়িই একটা খোলা বই হয়ে যাবে।’সানির জীবনের ওঠাপড়াকে এই ওয়েব সিরিজে সুন্দর ভাবে দেখানো হয়েছে বলে দাবি নির্মাতাদের।

এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি