ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার জোনসের সঙ্গে ব্রাজিলের কনসার্টে প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২ জুলাই ২০১৮ | আপডেট: ১২:২১, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া আপাতত নিক জোনাসে মজে রয়েছেন। যেখানেই যাচ্ছেন সেখানে শুধুই নিকের সঙ্গেই দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। কিছুদিন আগে মা মধু চোপড়া ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপ করাতে নিককে নিয়ে মুম্বাই এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মাঝে নিক-কে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গোয়াতেও ঘুরতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার ব্রাজিলে নিকের মিউজিক কনসার্টে হাজির হয়েছেন বলিউড রাণী।

মার্কিন পপ গায়ক নিক জোনাস এই মুহূর্তে ব্রাজিলের গোয়ানিয়াতে ভিল্লামিক্স উৎসবে গান গাইতে গিয়েছেন। নিক ছাড়াও সেখানে গিয়েছেন কানাডিয়ান গায়ক শন মেন্ডেস এবং জর্জ ও মাতু-র মত পপ গায়করা। নিকের সঙ্গে ব্রাজিলের সেই উৎসবে হাজির হয়েছেন প্রিয়াঙ্কাও। নিকের গানের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে প্রিয়াঙ্কাকে তাঁর ছবি তুলতেও দেখা যায়। আর সেই ছবিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রসঙ্গত গত মাস থেকেই প্রিয়াঙ্কা ও নিক জোনাসের সম্পর্ক পেজ থ্রির পাতায় উঠে আসতে শুরু করে। শোনা যাচ্ছে চলতি মাসেই নিকের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলতে পারেন প্রিয়াঙ্কা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি