ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফারুকীর বিজ্ঞাপনে মেহজাবীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গেল ঈদের নাটকে দাবিয়ে বেড়িয়েছেন মেহেজাবীন চৌধুরী। তার অভিনীতি ১২ টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। এর বেশ কয়েকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

এদিকে ঈদ শেষে নাটকের শুটিংয়ের পর এখন নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে দেশের বাইরে অবস্থান করছেন মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিজ্ঞাপনটির নির্দেশনা দিচ্ছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

গতকাল সোমবার মেহজাবীন জানিয়েছেন, সিটি গ্রুপের একটি নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করছেন। মেহজাবীন বলেন, এবারের ঈদের জন্য ১৫টি নাটকে অভিনয় করেছিলাম।

এরমধ্য থেকে ১২টির মতো নাটক প্রচার হয়েছে। নাটকগুলো প্রচারের পর বেশ ভালো সাড়া পেয়েছি। এ কাজগুলো শেষ করার পরই ফারুকী ভাইয়ের নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করার সুযোগ এলো।

একটু আলাদা ধরনের গল্প নিয়ে করা এই নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করছি। বর্তমানে শুটিং চলছে। আশা করি, প্রচার শুরু হলে দর্শকরা এটি পছন্দ করবেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি