ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বদলে যাওয়া রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

একটা সময় থিনথিনে পাতলা ছিলেন রণবীর সিংহ। অভিনেতার আগের ছবি দেখলে বোঝার উপায় নেই যে তিনি এ সময়ের রণবীর। তার সঙ্গে কয়েক বছর আগের মানুষটিকে মেলানো মুশকিল।
আপাতত ‘সিম্বা’র শুটিং নিয়ে ব্যস্ত রণবীর। সেই সেট থেকেই তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক রোহিত শেট্টি।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এসেছিল যখন তখন শিশু। আর এখন বাঘ হয়ে গিয়েছে।’
রণবীরের পরিবর্তন সত্যিই চোখে পড়ার মতো। জোয়া আখতারের ‘গাল্লি বয়’ হোক বা রোহিতের ‘সিম্বা’ নিজেকে একেবারে বদলে ফেলেছেন অভিনেতা। আর এই সুযোগে রণবীরের কয়েক বছর আগের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিনেতার অনুরাগীদের সৌজন্যে।
জিমে যাওয়া রণবীরের রুটিন। শরীর চর্চা ছাড়া একদিনও নাকি থাকেন না তিনি। শুটিংয়েও কখনও কখনও তার সঙ্গে যান পার্সোনাল ট্রেনার। ‘পদ্মাবত’-এর জন্যও রণবীরের পরিশ্রম চোখে পড়েছিল সকলের। সব মিলিয়ে তার এই পরিবর্তন দেখে উৎসাহী হচ্ছেন অনেকেই।
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি