ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডাবল ডেটিং-এ প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

চুটিয়ে প্রেম করছেন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন পপ তারকা নিক জোনাস এখন তার কাছে সব চেয়ে আবেদনময়ী ও আকর্ষণীয় পুরুষ। আজ ভারত, কাল ব্রাজিল, তো পরশু যুক্তরাষ্ট্র- সবখানেই প্রিয়াঙ্কার সঙ্গে যাচ্ছেন নিক। আর পাপারাজ্জিদের কাছে প্রিয়াঙ্কা-নিক এখন কাঙ্ক্ষিত জুটি। তাই তাদের পিছু ছাড়ছেন না তারা।

এরই মধ্যে গতকাল বুধবার ইনস্টাগ্রামে পোস্ট হওয়া কিছু ছবি ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। ছবির মাধ্যমে প্রিয়াঙ্কার নতুন এক সঙ্গীকে দেখা গেছে। যে ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

ভয়ের কোনো কারণ নেই। প্রিয়াঙ্কার ভাইরাল হওয়া ছবির সঙ্গী আর কেউ নয়, সে বলিউড তারকা সালমান খানের দুই বছর বয়সী ভাগ্নে আহিল শর্মা। সালমানের বোন অর্পিতার ইনস্টাগ্রামেই প্রথম এই ছবি আপলোড করা হয়। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। শেয়ারও হয়েছে অসংখ্যবার।

ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরে হাঁটছে খুদে আহিল। দেখলে মনে হবে দুজন দুজনার অনেক পরিচিত। লালরঙা পোশাকে দারুণ লাগছিল প্রিয়াঙ্কাকে। সালমানের ভাগ্নে বলে কথা- নীল টি-শার্টের সঙ্গে মিলিয়ে নীল জুতো তার। খুদে এই তারকাকে বেশ লাগছিল প্রিয়াঙ্কার সঙ্গে। ক্ষণিকের মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তোলে প্রিয়াঙ্কা-আহিল জুটি।

এরই মধ্যে প্রিয়াঙ্কা বেশ কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটিয়ে এসেছেন প্রেমিক নিক জোনাসের সঙ্গে। সম্প্রতি ব্রাজিলের গোয়ানিয়াতে ‘ভিল্লামিক্স উৎসব ২০১৮’ আয়োজনে গান করেছেন মার্কিন পপ তারকা নিক। সেখানেও গিয়েছিলেন প্রেমিকা প্রিয়াঙ্কা। এরপরই ব্রাজিল থেকে সোজা নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন দুজন।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি