ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবার ঐশ্বর্য-অনিল এক সঙ্গে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ২০:৫৯, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বেশ কিছু বছরের বিরতির পরে আবার ঐশ্বর্য-অনিল একসঙ্গে আসতে চলেছেন অতুল মঞ্জেরেকরের ছবি ‘ফ্যানি খান ছবিতে’। বড় পর্দায় একসঙ্গে যখনই এসেছে, দর্শকের মন জয় করেনিয়েছে অনিল-ঐশ্বর্য জুটি। অনেক বছর পর আবার এই জুটিকে দর্শক দেখতে পাবেন ‘ফ্যানি খান’ ছবিতে।

প্রথম ১৯৯৯ সালে ‘তাল’ ছবিতে এই জুটি আত্মপ্রকাশ করে সঙ্গে সঙ্গে বক্স অফিসে সফল হয়। এর পরে আবার ২০০০ সালে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে নিজেদের কামাল দেখান এঁরা। বেশ কিছু বছরের বিরতির পরে আবার দুঁজনে একসঙ্গে আসতে চলেছেন অতুল মঞ্জেরেকরের ছবি ‘ফ্যানি খান ছবিতে’।

দু’জনেই এখানে বিনোদন জগতের সঙ্গে কোন না কোনও চরিত্রের ছায়া বইছেন। দর্শকের মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে তাই নিয়ে। সম্প্রতি এই ছবির টিজার মুক্তি পেয়েছে। এই ছবিতে এদের সঙ্গে একটি চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও কে। প্রসঙ্গত ‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বর্য ও অনিলের লুক বেশ চমকপ্রদ।

তথ্যসূত্র: এবেলা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি