ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

(টিজার ভিডিও)

স্টার সিনেপ্লেক্সে ‘ইনক্রেডিবলস ২’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:০৪, ৬ জুলাই ২০১৮

দীর্ঘ ১৩ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৫ জুন পর্দায় মুক্তি পেয়েছে ‘ইনক্রেডিবলস ২’। মুক্তির পর বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ৩৪ কোটি ডলারের বেশি। এবার বাংলাদেশের দর্শকদের মাতাতে আসছে সিনেমাটি।

আজ শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে এ সিনেমা দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা। গতবছর নভেম্বরে সিনেমাটির টিজার প্রকাশিত হয়। কিংবদন্তী অ্যানিমেশন চলচ্চিত্র পরিচালক ব্র্যাড বার্ডের পরিচালনায় সিনেমাটির টিজার মুক্তির পরই ইউটিউবে ঝড় ওঠে। টিজারটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে দর্শক। মুক্তির পরই এটি চলে এসেছে সর্বকালের সবচেয়ে বেশি দেখা অ্যানিমেটেড টিজারের তালিকায়। আর সামগ্রিকভাবে আছে সপ্তম স্থানে।

সিনেমাটির টিজার এ পর্যন্ত দেখা হয়েছে ১১ কোটি ৩০ লাখ বার, আর তা বেড়েই চলছে। এবার হেলেন বা এলাস্টিগার্ল ওয়ার্কিং মমের চরিত্রে রয়েছেন এবং তিনি পৃথিবী রক্ষার দায়িত্বে আছেন।

অন্যদিকে, বব পার বা মিস্টার ইনক্রেডিবল রয়েছেন হোম ড্যাড-এর চরিত্রে। ছবিতে তাকে বাসার বিভিন্ন কাজে ভেলকি দেখাতে এবং তাদের তিন সন্তান ভায়োলেট, ড্যাশ ও জ্যাক-জ্যাকের দেখাশোনা করতে দেখা যাবে।


এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি