ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেরদৌসী মজুমদারের ‘যা ইচ্ছা তাই’ বইয়ের প্রকাশনা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার রচিত ‘যা ইচ্ছা তাই’ গ্রন্থের প্রকাশনা আজ। গত ১৮ জুন জীবনের চলার পথের ৭৫ বছর পূর্ণ করেছেন তিনি। এ উপলক্ষে বিভিন্ন সময়ে তার লেখা নিয়ে গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে জার্নিম্যান বুকস।

আজ শুক্রবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
এ প্রসঙ্গে ফেরদৗসি মজুমদার বলেন, ‘যা ইচ্ছা তাই’ বইতে আছে আমার অনেক কথা। আমি তৃপ্তি মিত্রকে দেখেছি, কথা বলেছি কিন্তু কানন দেবীকে দেখিনি। তার ‘সবারে আমি নমি’ বইটি পড়ে তাকে বুঝেছি। মঞ্চাভিনয়ে অভিনয় একদমই তাৎক্ষণিক, ফলে অভিনেতা-অভিনেত্রীর লেখা অভিব্যক্তি প্রকাশনা হিসেবে থাকলে সেটা সমকাল-মহাকাল উভয় কালের জন্যই ভালো। আমার অভিনয় ও ব্যক্তিজীবনের বাস্তবতা, মা, শাশুড়ি বিশ্ববিদ্যালয়ের দুরন্তপনা, সিঙ্গাপুরে অসুস্থতা সত্ত্বেও অভিনয়, আমার নাট্যগুরুকে ফিরে দেখা প্রভৃতি কথা যখন যেভাবে মনে এসেছে তা লিখেছি। সেসব লেখা নিয়েই ‘যা ইচ্ছা তাই’ বইটি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি