ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপূর্ব ও উর্মিলার ‘নীল ফুল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জিয়াউল ফারুক অপূর্ব। সময়টা এখন তার। পরপর কয়েকটি ঈদে তার অভিনীত নাটক দর্শকনন্দিত হচ্ছে। অন্যদিকে নাটকের আরেক পরিচিত মুখ উর্মিলা শ্রাবন্তী কর। শুরু থেকেই ভালো ভালো গল্পের নাটকে কাজের মাধ্যমে দর্শকদের কাছে আস্থাশীল তিনি।

এদিকে ঈদুল ফিতরের পরই শুরু হয়েছেন ঈদুল আজহার নাটকের শুটিং। সম্প্রতি এ দুই তারকা জুটি হয়ে অভিনয় করলেন একটি নাটকে। নাম ‘নীল ফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘রোজার ঈদের পর বেশকিছু দিন বিশ্রামে ছিলাম। এরপর আবার ঈদুল আজহার নাটকের শুটিং শুরু করেছি। এটি একটি স্যাডি গল্পের নাটক। এতে বেশ ইমোশনাল চরিত্রে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

উর্মিলা বলেন, ‘অপূর্ব ভাই ভালো একজন অভিনেতা। তার সঙ্গে নিয়মিতই কাজ করা হয় আমার। তাই আমাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো। এ নাটকের কাজটি ভালো হয়েছে।’

নির্মাতা জানিয়েছেন নাটকটি আগামী ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি