ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সবার শীর্ষে প্রিয়াঙ্কা চোপড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নতুন প্রেমে মজেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই তাকে নিয়ে গণমাধ্যম বেশ ব্যস্ত। আর এরই মধ্যে আরেক উচ্চতায় উঠে এলেন নায়িকা। ছবি শেয়ারিংয়ের মাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এখন আড়াই কোটি। আর সেই হিসাবে ভারতের বিখ্যাতজনদের মধ্যে শীর্ষস্থানটি এখন তারই দখলে।

‘বেওয়াচ’ তারকার পরেই আছেন আরেক বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তার অনুসারীর সংখ্যা দুই কোটি ৪৯ লাখ। তৃতীয় স্থানে থাকা ব্যক্তিটি অবশ্য ক্রিকেট মাঠের তারকা বিরাট কোহলি। তার অনুসারীর সংখ্যা দুই কোটি ২৭ লাখ। পিছিয়ে নেই বলিউডের তিন খানও। তবে তাদের মধ্যে এগিয়ে আছেন সালমান খান। তার অনুসারীর সংখ্যা এক কোটি ৭৩ লাখ। শাহরুখের আছে এক কোটি ৩৩ লাখ এবং আমিরের অনুসারী মাত্র ১২ লাখ।  
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখ। আর বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের অনুসারী ৯৫ লাখ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি