ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বক্স অফিস মাতাতে আসছে ‘ফান্নে খান’ (ট্রেলার ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ১১:২৭, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

লতা মঙ্গেশকর নন ঠিকই, তবে গানের গলাটা মন্দ নয় লতার, গানটাও খারাপ গায় না। তবুও স্থুল চেহারার জন্য বারবার খোঁচা খেতে হয় লতাকে। এদিকে মেয়ে বড় গায়িকা বানানোর স্বপ্ন দেখেন ফান্নে খান। তবে পয়সার অভাবে তিনিও বারবার ধাক্কা খান। মেয়ের সঙ্গে এনিয়ে মাঝে মধ্যেই লড়াই-ঝগড়া লেগেই থাকে ফান্নে খানের (অনিল কাপুর)। শেষ পর্যন্ত ফান্নে খানের চোখে পড়ে গায়িকা বেবি সিং (ঐশ্বরিয়া রাই) পোস্টার। আর তা দেখেই মাথায় বুদ্ধি খেলে যায় ফান্নে খানের। গায়িকা বেবি সিংকেই অপহরণ করার ফন্দি আঁটেন ফান্নে। আর এই পরিকল্পনায় অনিল কাপুরকে সাহায্য করেন রাজকুমার রাও। তারপর ঠিক কী ঘটবে সেটা জানতে হলে ৩ অগস্ট ‘ফান্নে খান’-এর মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

তবে আপাতত দেখে নেওয়া যাক, শুক্রবার মুক্তিপ্রাপ্ত ফান্নে খানের ট্রেলার।

 

ট্রেলারে ঐশ্বরিয়া রাই, অনিল কাপুর, রাজকুমার রাওয়ের অভিনয়ের ঝলক দেখেই বেশ বোঝা যাচ্ছে বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলতে পারে সিনেমাটি।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি