ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানি লিওন হয়ে ওঠার গল্প (বিস্ফোরক ট্রেলার)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:০২, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আর পাঁচ জনের মতোই শিখ পরিবার বড় হচ্ছিল মেয়েটা। কিছু রক্ষণশীলতা থাকলেও এর মাঝেই নিজের মতো করে আনন্দ খুঁজে নিত সে।

প্রথম আঘাতটা আসে বন্ধুদের থেকে। সে শুনল, সে অসুন্দর। কান্নাটা বদলে গেল রাগে। রাগটা পরিণত হল জেদে। এরপর সুন্দর হওয়ার লড়াইয়ে নামল মেয়েটি।

ম্যাগাজিন কভারে ছাপা হল মেয়েটির ছোট পোশাক পরা ছবি। যার কারণে বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়। তাতে তার থোড়াই কেয়ার…! মেয়েটি ধীরে ধীরে জড়িয়ে পড়ল পর্ন ইন্ডাস্ট্রিতে। তারপর সে দুনিয়া থেকে ছুটি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বলি ইন্ডাস্ট্রিতে। এ গল্প হয়তো বলিউডের কিছু মানুষ জানেন। কিন্তু মেয়েটিকে আপনারা প্রায় সকলেই চেনেন। তিনি সানি লিওন। সেনসেশন তৈরি করা এই নামটার পেছনে লুকিয়ে আছে একটি গল্প। এবার যা প্রকাশ্যে। ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজে জানা যাবে সানির সেই অজানা গল্প। সদ্য মুক্তি পেল এর ট্রেলার।

বলিউড মহলের প্রায় সকলেই এখন তাকে একডাকে চেনেন। সানি এখন অভিনয় করছেন, করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা সানি এক সময় পর্ন তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। কিন্তু সানির এই জার্নি খুব একটা সহজ ছিল না।

একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন?

কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কী ভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন?

কী ভাবে তা থেকে বেরিয়ে বলিউড মেনস্ট্রিমে জায়গা করে নিলেন?

এ সব নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল মেটাবে ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজ। নির্মাতাদের তেমনটাই দাবি।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি