ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সালটা ছিল ১৯৯২। জোরকদমেই শুরু হয়েছে সালমানের ক্যারিয়ার। ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমার সাফল্যের পর সালমান তখন বলিউডের বেশ জনপ্রিয় মুখ। আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার শুটিংও চলছে পুরোদমে। হঠাৎই বোমা ফাটালেন ‘ভাইজান’। এক সাক্ষাৎকারে প্রকাশ্যেই জানালেন, জনপ্রিয় এক নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি এবং প্রত্যাখ্যাতও হয়েছেন।
’৯২ সালে সালমানের সাক্ষাৎকারের সেই ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর ক্যাসানোভা চরিত্র সম্পর্কে সবারই কমবেশি জানা। উঠতি তারকা থেকে নামী দামি নায়িকা— সালমানের জীবনে একাধিক নারীর নাম উঠে এসেছে।
নব্বইয়ের দশক কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলাকে নাকি প্রেম নিবেদন করেছিলেন সালমান। সাক্ষাৎকারে নিজের মুখেই সে কথা জানিয়েছেন তিনি।
জুহি কী বলেছিলেন জানা নেই, তবে সালমানের দেওয়া বিয়ের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছিলেন জুহির বাবা। সালমান বলেছেন, ‘জুহি খুব মিষ্টি ও আদুরে। ওর বাবার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই। কিন্তু উনি আমাকে না করে দেন।’


‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার শুটিং চলার সময়ে ভ্যাঙ্কুভার ট্যুরে গিয়েছিলেন সালমান ও সিনেমার পুরো টিম। আমির ও জুহির পাশাপাশি সেই সফরে ছিলেন রবিনা টন্ডন, দিব্যা ভারতী-সহ আরও অনেকে। সেখানেই নাকি জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান।
সালমান জানিয়েছেন, এরপর থেকে নাকি তার সঙ্গে আর স্ক্রিন শেয়ার করতে চাননি জুহি। ১৯৯৭ সালে জুহি অভিনীত ‘দিওয়ানা মস্তানা’ সিনেমাতে ক্যামিয়ো রোলে দেখা গিয়েছিল সালমানকে। তারপর থেকে নাকি সালমানের সব সিনেমার অফারই ফিরিয়ে দিয়েছিলেন জুহি।
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি