ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬

আজ বসবে তারার মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ৮ জুলাই ২০১৮

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আজ বসবে তারার মেলা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’। পূর্বঘোষিত বিজয়ীদের হাতে আজ বিকেলে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ফারুক ও ববিতা। অন্যান্য পুরস্কার জন্য নির্বাচিতরা হলেন শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী (আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল), শ্রেষ্ঠ পরিচালক অমিতাভ রেজা (আয়নাবাজি), শ্রেষ্ঠ গায়িকা মেহের আফরোজ শাওনসহ (কৃষ্ণপক্ষ)।

এবার সর্বমোট ২৪টি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘আয়নাবাজি’ সিনেমার জন্য সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রাহকসহ মোট সাতটি পুরস্কার পাচ্ছেন এর শিল্পী ও কলাকুশলীরা। পুরস্কার অর্জনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমাটি। সেরা গীতিকার, সেরা সুরকার ও সেরা সঙ্গীত পরিচালকসহ চারটি পুরস্কার পাচ্ছে সিনেমাটি। তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’র ঘরে যাচ্ছে সেরা চলচ্চিত্র, সেরা কাহিনীকার এবং সেরা খল অভিনেতার পুরস্কার। গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ পেয়েছে তিনটি পুরস্কার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলতে পুরস্কার দেওয়ার ফাঁকে ফাঁকে মঞ্চে থাকবে চলচ্চিত্রশিল্পীদের নৃত্য পরিবেশনা। এতে অংশ নেবেন- রিয়াজ, আমিন খান, জায়েদ খান, পপি, ইমন, অপু বিশ্বাস প্রমুখ। আরও দুটি পরিবেশনা নিয়ে মঞ্চে উপস্থিত হবেন সাদিয়া ইসলাম মৌ, আবদুর রশিদ স্বপন, সোহেল রহমান, ফারহানা চৌধুরী বেবী, ফারহানা খান তান্না, চাঁদনী, হেনা এবং বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিক্ষার্থীরা।
সাইফুল ইসলামের গাওয়া চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ সিনেমার ‘ও আমার দেশের মাটি’ গান দিয়ে শুরু হবে অনুষ্ঠানের প্রথম পর্ব। এরপর একে একে তারা ‘দুশমন’ সিনেমার ‘মন তো ছোঁয়া যাবে না’, ‘বাদশা’র ‘ও প্রাণের রাজা’, ‘দীপ নেভে নাই’র ‘ঐ দূর দূর দূরান্তে’, ‘মান অভিমান’র ‘আমি জ্যোতিষীর কাছে যাবো’সহ কয়েকটি গানে নৃত্য পরিবেশন করবেন তারা। প্রধানমন্ত্রীর ধারাবাহিক সাফল্যকে নিয়ে বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদের লেখা ‘তোমার জন্য স্বপ্নপূরণ’ গানে পারফরম্যান্স করবেন মৌ ও তার দল।
৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করবেন ফেরদৌস ও পূর্ণিমা। এটি যৌথভাবে আয়োজন করেছে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি