ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ত্রিভুজ প্রেমের জটিলতা নিয়ে ‘টাইম ল্যাপস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জারা ও পাভেল পরস্পরকে ভালোবাসেন। পাভেলের মা জারাকে নিজের মেয়ের মতোই দেখেন। একই গ্রামে তাদের বসবাস। হঠাৎ পাভেলের ঢাকায় আসার কথা শুনে চমকে ওঠেন জারা। কান্নায় ভেঙে পড়েন। পাভেল তাকে বোঝান- তিনি চাকরির পরীক্ষা দিতে ঢাকাতে যাচ্ছেন। পাভেল ঢাকায় গিয়ে ওঠেন মায়ের ছোটবেলার এক বান্ধবীর বাসায়। সেখানে নাশা নামের একজনের সঙ্গে মেলামেশা শুরু করতেই বদলে যেতে শুরু করেন পাভেল।
এভাবেই শুরু হয় জারা, পাভেল ও নাশার মধ্যে ত্রিভুজ প্রেমের জটিলতা। এমন গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হলো এক পর্বের নাটক ‘টাইম ল্যাপস’। বিদ্যুৎ রায়ের রচনায় এটি পরিচালনা করেছেন শেখ সেলিম। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া আফরিন মিম ও পুষ্পিতা পপি।
নির্মাতা শেখ সেলিম বললেন, ‘অপূর্ব ও মিম এর আগে জুটি হয়ে বেশ কিছু কাজ করেছেন। তবে অপূর্বের সঙ্গে চলচ্চিত্র অভিনেত্রী পুষ্পিতা পপির এটি প্রথম নাটক। আশা করছি ত্রিভুজ প্রেমের এই গল্পটি দর্শকদের ভালো লাগবে।’
শিগগিরই নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি