ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টুইটারে সবাইকে ধন্যবাদ জানালেন সোনালি বেন্দ্রে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

তিনি ক্যান্সারে আক্রান্ত। কয়েক  দিন আগে টুইটারে এমনটাই ঘোষণা করেছিলেন বলিউড সুন্দরী সোনালি বেন্দ্রে।

ওই সময় জানিয়েছেন, চতুর্থ স্তরের ক্যান্সারে আক্রান্ত তিনি। সোনালির অসুস্থতার এই খবর ছড়িয়ে পড়তেই টুইটারে তার পাশে থাকার বার্তা দেন হাজার হাজার মানুষ। এবার পাল্টা টুইটারে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সোনালি।
বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসারত সোনালি বেন্দ্রে। তার ক্যান্সার যে স্তরে পৌঁছেছে তাতে লড়াই কঠিন বলেই মনে করছেন চিকিৎসকরা। তবে তার পাশে রয়েছেন অগনিত ভক্ত ও বলিউডের প্রায় সব সেলিব্রেটিরা। সোনালির মনোবল বাড়াতে লাগাতার টুইট করছেন তারা। এবার সেই টুইটের জবাব দিলেন নায়িকা।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি