ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেলফি পোস্ট করার অনুমতি পেলেন শাহরুখ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ৮ জুলাই ২০১৮ | আপডেট: ১০:১৩, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড বাদাশা নামে খ্যাত শাহরুখ খান স্ত্রী গৌরি খানের সঙ্গে একটি সেলফি তুলে টুইট করেছেন। গত শনিবার (৭ জুলাই) তিনি এই ছবি টুইট করেন। ছবি টুইট করে তিনি লেখেন, এত বছর পর অবশেষে তিনি আমাকে একটা ছবি পোস্ট করার অনুমতি দিলেন।

এর আগে শাহরুখ খান সোশ্যাল সাইটে হাজারো ছবি পোস্ট করলেও পোস্ট করেননি গৌরীর সঙ্গে কোনও সেলফি।

কেননা এতদিন তিনি অনুমতি পাননি। অবশেষে, অনুমতি পেয়ে পোস্ট করেন তাদের সেলফির ছবি।

গরমের ছুটিতে ইউরোপে গিয়ে মজা করছে খান পরিবার। সেখান থেকে টুইট করা এই সেলফিতে অনেকে কমেন্ট করেছেন। 

পরবর্তী ছবি `জ়িরো`-র শুটিং শেষে ফ্রান্সে সপরিবারে ছুটি কাটাচ্ছেন শাহরুখ।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি