ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন রূপে লাইট ক্যামেরা অ্যাকশনে হাসিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ক্যামব্যাক করেছেন মডেলিং জগতে। চড়া মেকআপ, হট ড্রেসে এ এক অচেনা হাসিন। ঝামেলা থেকে বেড়িয়ে এসে আবার ফিরেছেন নিজের দুনিয়ায়। মডেলিং এর সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন তিনি। জিরো ফিগারে এক ঝলকে হাসিন কে চেনা দায়। মডেলিং এর ইচ্ছে ছিল বহুদিনের।

এক সময় চেয়ার লিডিং করতেন হাসিন।তবে সেভাবে মেইনটেন করতে পারেননি মডেলিং প্রফেশন। আর এর জন্য স্বামীকেই দায়ি করেন তিনি।

নামজাদা অভিনেত্রী বা মডেল কোনটাই নন তিনি। তবে পেশাদারী মডেলের থেকে কোন অংশে কম জাননা তিনি। আর সেটা তার ভিডিও থেকে স্পষ্ট।

ইতোমধ্যে দুটি শর্ট ফিল্মেও অভিনয় করেছেন তিনি। একটি ‘এসকেউপ’ এবং অন্যটি ‘স্যারি’। চলতি বছরের আগস্টে ছবি দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে মামলা করেছিলেন তার স্ত্রী হাসিন জাহান৷ একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন শামির বিরুদ্ধে।

নিজের ফেসবুকে ওয়ালে শামির বিরুদ্ধ নিযার্তন ও বিবাহ বর্হিভূত একাধিক সম্পর্কে জড়ানোর অভিযোগ আনেন।

তার অভিযোগের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দা বিভাগ শামির বিরুদ্ধে তদন্ত শুরু করে৷

নাইটদের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলতে কলকাতায় আসলে তদন্তের সূত্রে লালবাজারের গোয়ান্দের সঙ্গে দেখা করেন শামি৷

আইপিএল শেষ হলে পুলিশের সঙ্গে সবরকম সংযোগিতার আশ্বাস দিয়ে যান ভারতীয় ক্রিকেটার শামি৷ তবে এখন থিতিয়ে পড়েছে সব কিছু। আর নিজের জীবনে বেশ খুশিই রয়েছেন হাসিন যা তার ভিডিও থেকেই স্পষ্ট।

 এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি