ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলনের ‘চল যাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ৯ জুলাই ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী (১৫ আগস্ট) উপলক্ষে আগামী ১০ আগস্ট মুক্তি পাবে আনিসুর রহমান মিলন অভিনীত নতুন সিনেমা ‘চল যাই’।

বঙ্গবন্ধুর একটি উক্তিকে উপজীব্য করে এ সিনেমাটি নির্মিত হয়েছে। খালিদ মাহবুব তূর্য্যর গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন মাসুমা রহমান তানি।

মিলনের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হোমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ আরও অনেকে।

এ সিনেমাতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘এ সিনেমাতে কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ফুটে উঠেছে। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সিনেমাতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আশা করি দর্শকদের পছন্দ হবে।’

বর্তমানে মিলন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পাশাপাশি ঈদের নাটকের শুটিংও করছেন বলে জানিয়েছেন। সম্প্রতি ‘জামদানি’ নামে একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রাসেল।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি