ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৫০ লাখ দর্শক দেখলো ‘মেন্টাল ফেমিলি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ৯ জুলাই ২০১৮

গেল ঈদে টেলিভিশনে যতগুলো নাটক প্রচারিত হয়েছে তার মধ্যে দর্শক গ্রহণযোগ্যতা ও আলোচনায় এগিয়ে রয়েছে বেশ কিছু নাটক। এর মধ্যে অন্যতম ‘মেন্টাল ফেমিলি’। টেলিভিশন দর্শক মূল্যায়নের একক - টি.আর.পি তে দেখা যায় প্রায় ৩৫০/৪০০ ঈদের নাটকের মধ্যে ‘মেন্টাল ফেমিলি’র অবস্থান নবম। অন্যদিকে ইউটিউব পর্যালোচনা করে দেখা যায় খুব কম সময়ে অর্থাৎ দুই সপ্তাহ যেতে না যেতেই নাটকটি দেখা হয়েছে প্রায় ৫২ লাখবার।

নাটকটি সম্পর্কে পরিচালক দীপু হাজরা বলেন, বৃন্দাবন দাস দাদার লেখা নাটক পাবার জন্য অধির আগ্রহে এক বছর অপেক্ষা করি। দাদার লেখা মানে আমার পূর্ণ ঈদের আনন্দ। আর সেই আনন্দ আরও রাঙিয়ে তুললো ‘মেন্টাল ফেমিলি’। ধন্যবাদ বৃন্দাবন দাদা, ধন্যবাদ চঞ্চল দা, খুশি আপা, আ.খ.ম হাসান, মিলি সহ সকল শিল্পী ও কলাকুশলীদের। যাদের পরিশ্রমে ‘মেন্টাল ফেমিলি’ তৈরি হয়েছে।

উল্লেখ্য বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নির্মিত নাটকগুলো হচ্ছে- ‘শাপলা স্টুডিও’, ‘গান মজিদ’, ‘লাভ রশিদ’, ‘মফিজ বি.এস.সি’, ‘সেতু-বন্দন’, ‘উসিলা’, ‘হেপি ফেমিলি’ ইত্যাদি।

নাটকটি দেখুন :

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি