ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘুরে দাঁড়ানো সেই তিন্নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। একটা সময় ছিল যখন তিনি পর্দা কাঁপাতেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। প্রায় ১৩ বছর আগের কথা। ওই সময় দেশিয় বিনোদন জগতে জনপ্রিয়তার শীর্ষ তালিকায় ছিলেন তিনি। ওই সময় পারিবারিক ও ব্যক্তিগত কিছু কারণে উজ্জল ক্যারিয়ারে থাকা অবস্থাতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে পরিবারের সঙ্গে কানাডার কুইবেক প্রদেশে বসবাস করছেন তিন্নি।

ক্যারিয়ারের শুরু থেকে তিন্নির ব্যক্তিগত জীবনের উত্থান-পতন কম বেশি অনেকেরি জানা। বিয়ে, বিচ্ছেদ, মিডিয়া থেকে আড়াল হওয়া, মাদকের আসক্তি সব মিলেয়ে তার জীবন হয়ে উঠেছিল বিশৃঙ্খল ও বিপর্যস্ত। তবে সেই জীবন থেকে এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিন্নির পোস্ট করা ছবিগুলো তারই প্রমাণ দেয়। বর্তমান সময়ে তোলা ছবিগুলো দেখলে বোঝাই যায় ফিরে এসেছে তার সেই গ্ল্যামার। হারিয়ে যাওয়া সেই রূপলাবন্য অনেকটাই ফিরে পেয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালে মিস বাংলাদেশ হয়েছিলেন তিন্নি। এরপর মডেলিং ও অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়ে রাতারাতি তারকা বনে যান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি