ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিব্যার চিঠিতে কাঁদলেন সোনালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মনীষা কৈরালা, ইরফান খান, লিজা রে এর পর এবার মারণ রোগে আক্রান্ত হলেন সোনালি বেন্দ্রে। ক্যান্সারের মত মারণ রোগের থাবা সরিয়ে মনীষা কৈরালা যখন ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন, সেই সময় ইরফান খান এখনও নিউ ইয়র্কে চিকিৎসাধীন। আর এবার বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের ক্যান্সারের খবর পাওয়ার পর পরই মন খারাপ হয়ে যায় বলিউডের অনেকেরই।
সোনালি বেন্দ্রে যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রর্থনায় করেছে পুরো বলিউড। সোনালি বেন্দ্রেকে ইন্ডাস্ট্রির প্রথম বন্ধু এবং ভালো মানুষ বলে চিঠি লিখেছেন দিব্যা দত্ত। দিব্যার চিঠির উত্তরে কেঁদে ফেলেন সোনালি। এবং তার শুভ কামনার জন্য তাকে ধন্যবাদও জানান সোনালি।
দিব্যার পাশাপাশি সোনালিকে নিয়ে আপ্লুত ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী লিজা রে। সোনালি তার ভালো লাগার একজন মানুষ। সোনালি যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাও করেছেন লিজা।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি