ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মেন্টাল হ্যায় কেয়া’তে রোমান্টিক পোজে কঙ্গনা-রাজকুমার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:১৫, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

‘কুইন’ করে বলিউডের কুইন খেতাব অর্জন করেন কঙ্গনা রানাওয়াত। সেই ছবিতে জুটি বেঁধে ছিলেন রাজকুমার রাও এর সঙ্গে। ফের তাদেরকে আবার একসঙ্গে দেখা যাবে। ছবির নাম `মেন্টাল হ্যয় কেয়া`। `মনিকর্নিকা`র পর এবার `মেন্টাল হ্যয় কেয়া`র ছবির শ্যুটিংও শেষ করে ফেললেন কঙ্গনা। প্রথমে মুম্বাই ও পরে লন্ডনে `মেন্টাল হ্যয় কেয়া`-এর শ্যুটিং করেন কঙ্গনা ও রাজকুমার। ছবির শ্যুটিং শেষে কঙ্গনার সঙ্গে রোমান্টিক পোজও দেন রাজকুমার।

শ্যুটিং শেষে কঙ্গনা ও রাজকুমারের পাশাপাশি দেখা যায় `মেন্টাল হ্যয় কেয়া`-এর পরিচালক প্রকাশ কোভেলামুডি সহ অন্যান্য কলাকুশলীদেরও।  

আগামী বছর ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে `মেন্টাল হ্যয় কেয়া`- ছবিটি। বক্স অফিসে `কুইন` বেশ সাড়া ফেলেছিল। এমনকি কুইন ৬২তম জাতীয় পুরস্কারে সেরা হিন্দি ছবির সম্মান জিতে নেয়। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। এবার দেখার বিষয় তাঁর `মেন্টাল হ্যয় কেয়া`-ছবিটি বক্স অফিসে কতটা সাড়া ফেলে।

এসি     


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি