‘নিরপেক্ষতার ঘাটতিতে অযোগ্য লোকেরা পুরস্কার পায়’
প্রকাশিত : ২৩:০৩, ১০ জুলাই ২০১৮ | আপডেট: ২৩:৩৭, ১০ জুলাই ২০১৮
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ সালে ‘অজ্ঞাতনামা’ ছবির জন্য সেরা কাহিনিকারের পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা তৌকির আহমেদ। পুরস্কার পেয়ে খুশি হলেও কিছু বিষয় তাকে ব্যথিত করে। ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে আজ মঙ্গলবার তিনি এসব বিষয় তুলে ধরেন।
তৌকির আহমেদ লিখেন,‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ড সদস্যদের আরও দায়িত্বসহকারে সব তদবির, ব্যক্তি আর গোষ্ঠীস্বার্থের ওপরে উঠে বিচারকার্য সম্পন্ন করা জরুরি। নিরপেক্ষতার ঘাটতি অযোগ্য লোকের হাতে পুরস্কার তুলে দেয়। তাতে সার্বিক অনুষ্ঠানের গুরুত্বহানি হয়। কোনো শাখায় মানসম্মত প্রতিযোগী না থাকলে সেই শাখায় ওই বছর পুরস্কার না-ও দেওয়া যেতে পারে।’
তৌকীর আহমেদ আরও লিখেছেন, ‘মনে রাখতে হবে, এই পুরস্কার চলচ্চিত্রের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। পক্ষপাতিত্ব বা তদবিরের সংস্কৃতি ত্যাগ না করলে ক্ষতি সার্বিকভাবে এ দেশের চলচ্চিত্রেরই।’
তৌকীর আহমেদ লিখেছেন,‘চলচ্চিত্রের এই সর্বোচ্চ পুরস্কারের সেশনজট দূর করা দরকার। ২০১৬ সালের পুরস্কার ২০১৮ সালে না হয়ে ২০১৭ সালের মধ্যে হলেই ভালো হতো। তা না হলে আনন্দ যেমন ফিকে হয়, একই সঙ্গে দর্শকের কাছেও এর গুরুত্ব কমে।’
তিনি উল্লেখ করেন, ‘মনে রাখতে হবে এই পুরস্কার চলচ্চিত্রের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে, পক্ষপাতিত্ব বা তদবিরের সংস্কৃতি ত্যাগ না করলে ক্ষতি সার্বিক ভাবে এদেশের চলচ্চিত্রেরই।’
‘এ ধরনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানও গুরুত্ব সহকারে সুন্দর ও সুষ্ঠ ব্যবস্থাপনায় হওয়া উচিত, না হলে সৌন্দর্য্য হানি ঘটে।’
সর্বশেষ তিনি লিখেন, ‘ভালো চলচ্চিত্র টিকে থাকে তার গুনে, সময়কে অতিক্রম করে। মানুষের ভালোবাসাই একটি চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার। অজ্ঞাতনামা আপনাদের সেই পুরস্কার পেয়েছে আগেই।’
এর আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তৌকির আহমেদ। এ পুরস্কার তার কাছে অনেক সম্মানের। বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষেত্রে এটি সর্বোচ্চ পুরস্কার। এই নির্মাতার ‘জয়যাত্রা’ ২০০৪ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে আর ‘দারুচিনি দ্বীপ’ ২০০৭ সালে সাতটি বিভাগে পুরস্কার পেয়েছিল। এবার তিনি পুরস্কৃত হয়েছেন ‘অজ্ঞাতনামা’ ছবিতে সেরা কাহিনির জন্য। তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছবিটি সেরা চলচ্চিত্র ও খল চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছে। যারা তৌকীর আহমেদকে অভিনন্দন জানিয়েছেন, তিনি তাদের ধন্যবাদ জানান।
এসি