জন্মদিনে পূর্ণিমা
‘নিজের মতো করে কাটাতে চাই’
প্রকাশিত : ১০:১৬, ১১ জুলাই ২০১৮
সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ের চেয়ে এখন তিনি উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ আসরও উপস্থাপনা করেছেন এই অভিনেত্রী। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে নির্মিত নাটকেও অভিনয় করতে দেখা যায় তাকে। আজ তার জন্মদিন। একুশে টেলিভিশন ও অনলাইনের পক্ষ থেকে অভিনেত্রীর প্রতি অনেক অনেক শুভেচ্ছা।
আজকের দিনটি উদযাপন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বিগত বেশ কয়েকদিন টানা কাজ করেছি। মালয়েশিয়ায় শো শেষ করে দেশে ফিরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। আবার ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানেরও শুটিং করেছি। সবমিলিয়েই বেশ ক্লান্ত। যে কারণে জন্মদিনটা একেবারেই নিজের মতো করে কাটাতে চাই। পরিবারের সবার সঙ্গে বিশেষ এ দিনটির সময়টা পার করতে চাই। তবে হ্যাঁ, এটাও সত্য জন্মদিনে আমার পরিচিত, অপরিচিত শুভাকাক্সক্ষী, ভক্ত-দর্শক, চলচ্চিত্র পরিবারসহ সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।’
উপস্থাপনা নিয়ে পূর্ণিমা বলেন, ‘আমি এখনও উপস্থাপক হতে পেরেছি বলে মনে করি না। তবে শিখছি। প্রথমে একটি গণমাধ্যমের অনুষ্ঠান উপস্থাপনা করার পর অনেক বড় বড় অনুষ্ঠান ও টিভি প্রোগ্রামের উপস্থাপনার ডাক আসতে শুরু করে। এর মধ্যে কয়েকটি করি। এবার করলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বড় আসর। এটা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা ছিল।’
উপস্থাপনা নিয়ে তিনি আরও বলেন, ‘উপস্থাপনাটা হয়ে গেছে বলতে পারেন। আমার গ্রুমিংটা কিন্তু আমি চলচ্চিত্রে আসার পর হয়েছে। শুটিং করতে করতে শিখেছি। এখনও শিখছি। প্রতিনিয়তই নতুন অভিজ্ঞতা আর শেখার মধ্যে দিয়ে গিয়েছি। এখনও যাচ্ছি।’
ঈদুল আজহার ব্যস্ততা নিয়ে পূর্ণিমা বলেন, ‘এবার কোরবানির ঈদ উপলক্ষে কোনো নাটক বা টেলিফিল্মে অভিনয় করব না। শুধু আরটিভিতে ‘এবং পূর্ণিমা’র নির্ধারিত সিডিউলের শুটিং করব।’
এসএ/