ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আমার বাচ্চা-ই আমার শক্তি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী শ্রাবন্তী। পারিবারিক জীবনে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে তার। দীর্ঘদিন যাবৎ তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী ছিলেন। গত ২৫ জুন দেশে ফিরেছেন। স্বামী খোরশেদ আলমের সঙ্গে ঠিকঠাক বনিবনা হচ্ছেনা তার। আর এ জন্যই সাংসারিক জটিলতা দেখা দিয়েছে। অভিনেত্রীর বক্তব্য- এই মুহূর্তে তার একমাত্র শক্তি আল্লাহ আর দুই সন্তান।

গতকাল বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া শ্রাবন্তীর পোস্টে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

শ্রাবন্তী বলেন, ‘এই মুহূর্তে আমার একমাত্র শক্তি আল্লাহ আর দুই সন্তান। আমার বড় মেয়ে আমাকে সান্ত্বনা দিল। বলল, মা কষ্ট পেয়ো না, তোমার তো কোনো দোষ নাই, তোমাকে ভালো থাকতে হবে। এ কথাটা আমার জন্য অনেক বড় সাহসের।’

শ্রাবন্তী আরও বলেন, ‘আমার মেয়ের কথাই ঠিক, আমি তো কোনো দোষ করিনি। আমি এখন আমার সন্তানদের জন্যই ভালো থাকব। আমার সন্তানেরা আমার সবচেয়ে বড় সাপোর্ট। আমার সন্তানেরা আমার শক্তি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আমিও শিখেছি।’

উল্লেখ্য, ২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলমের সঙ্গে। পাশাপাশি তিনি এনটিভির মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) ছিলেন। কাজ করেছেন চ্যানেল নাইনে।

গত ৭ মে তাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্বামী খোরশেদ আলম। জানা গেছে, বগুড়া সদরের কালীতলার শিববাড়ি সড়কে শ্রাবন্তীর বাবার বাসার ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়। ২৫ জুন দেশে ফেরার পর ঢাকার রামপুরার বনশ্রীতে আলমের মা-বাবার সঙ্গে দেখা করতে যান শ্রাবন্তী। কিন্তু শ্রাবন্তী ও তার সন্তানদের নাকি সেদিন বাসায় ঢুকতে দেওয়া হয়নি। এরপর গত ২৬ জুন রাজধানীর খিলগাঁও থানায় তিনি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর যৌতুকের মামলা করেন।

আরও জানা গেছে, এখন পর্যন্ত স্বামীর সঙ্গে শ্রাবন্তী বা তার বাচ্চাদের দেখা হয়নি। স্বামীর সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন।

শ্রাবন্তী তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি