ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও আলোচনায় হাসিন জাহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মোহাম্মদ শামির সঙ্গে বিচ্ছেদের পর আবারও নতুন করে মডেলিং ফিরেছেন হাসিন। মডেলিংয়ের সেই নতুন জীবনেরই উত্তেজক দু-এক ঝলক তিনি নিজেই তুলে আনলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কয়েকদিন আগে টুইটারে ফটোশ্যুটের একটি ভিডিও পোস্ট করে আলোড়ন সৃষ্টি করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। এস সময় তিনি পুরনো স্মৃতি ফেলে নতুন করে মডেলিংয়ে যুক্ত হওয়ার কথা জানান। সেই সঙ্গে যুক্ত হয়েছে হাসিনের বলিউড যাত্রা। এরপর ছিল সিনেমার ঘোষণা। এ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নরুপে দেখা গেল হাসিনকে।

বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটি পোস্ট করেন তিনি। এর আগে মঙ্গলবারই প্রকাশ পায় তার নতুন সিনেমার নাম ‘ফতোয়া’। সিনেমাটি পরিচালনা করেছেন আমজাদ খান। এই ঘোষণার পর দিনই ফেসবুকে তিনি ফিরে আসলেন ভিন্ন লুকে।

সূত্র : এবেলা

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি