ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শনিবার জোভান-তিশার ‘খুজে ফিরি আপনায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অজিদ আদিবার বিয়ে হয়েছিল এক বছর আগে। বিয়ের পরপর তারা হানিমুন করতে নেপালে বেড়াতে আসে। দুজনে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু ঘটে অজিদের। ঠিক এক বছর পর ওই একই দিনে অজিদকে স্বরণ করতে আদিবা তার ভাই ভাবীকে সঙ্গে নিয়ে আবারও নেপালে আসে। আদিবা সেই পাহাড়ে যায় যেখানে তার স্বামীর মৃত্যু হয়েছিল। সেখানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। আদিবা নেপালের সবখানে এখনও অজিদকে খুজতে থাকে যদি অজিদের দেখা পায়। আদিবার ধারনা অজিদ মারা যায়নি, সে এখনও বেঁচে আছে। খুঁজতে খুঁজতে ঠিকই একদিন পেয়ে যায় অজিদকে। তবে একা না সঙ্গে তার বিয়ে করা নতুন স্ত্রী নেপালের মেয়ে সাবিনা খানালকেও। দুজন মুখোমুখি দাঁড়ায়। কিন্তু অজিদ আদিবাকে চিনতে পারে না, আর সে বলে আমি অজিদ নই আমি লুই। আদিবা কি করবে ভেবে উঠতে পারে না। আবারও পিছু নেয় অজিদের, ভাবেই এগিয়ে চলে নেপালে চিত্রায়ীত নাটক ‘খুজে ফিরি আপনায়’

নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা, তানভীর, প্রসূন আজাদ, আসিফ নজরুল, সাবনিা খানাল প্রমূখ। বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান।

নাটকটি শনিবার রাত ৮টায় প্রচার হবে আর টিভিতে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি