ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারা টেন্ডুলকার কেন আগামী দিনের স্টাইল আইকন? জেনে নিন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ১২ জুলাই ২০১৮ | আপডেট: ২১:২২, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সেলেবদের সন্তানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ বরাবরের। শাহরুখ খানের মেয়ে সুহানার ছবি ইনস্টগ্রামে এলেই তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। ভারতরত্ন ক্রিকেটার সচিন টেন্ডুলোরের মেয়ে সারা-ও বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। তবে বলিউডে পা রাখার স্বপ্ন দেখা সুহানার মত সেভাবে সক্রিয় নন সারা।      

সারা-কে নিয়ে জল্পনাও কম হয় না। আসলে সচিন টেন্ডুলোরের মেয়ে বলেই হয়তো সারাকে নিয়ে গোটা দেশের মানুষের উৎসাহ দেখার মত। সারা বলিউডে পা রাখছেন, এমন ভুয়ো খবরটাও মাঝেমাঝে আসে। সচিন নিজেও সারা-র বিষয়ে ভুয়ো খবর দেখে বিরক্তি প্রকাশ করেছেন।

দেখতে দেখতে সারা-র বয়স এখন ২১ হয়ে গেল। মিষ্টি সরল মুখের সারা-র মধ্যে ধরা পড়ে বাবা সচিন আর মা অঞ্জলী-র মুখের আদল। সারার রূপে মুগ্ধ সোশ্যাল মিডিয়া। বর্তমানে পড়াশোনায় ব্যস্ত সারা। সারা-র যা রূপ তাতে তাঁকে যে কোনওদিন বলিউডের নায়িকা হিসেবে চালিয়ে দেওয়া যায়। আর তাই বোধহয় মাঝেমাঝেই ভুয়ো খবর হয়, সারা সিনেমায় নামছেন।

সারার সৌন্দর্যের কয়েকটা আলাদা আলাদা লুকের উল্লেখ করা হল যেগুলো দেখে আমাদের মতো আপনারও ধারণা হবে সারা একদিন নিশ্চয়ই ফ্যাশন জগতে পা রাখবেন। দেখে নিনঃ

আইফেল টাওয়ারের সামনে কালো টি-শার্ট এবং গাঢ় ডেনিমে সারার ছবিতে মুগ্ধ ইন্টারনেট। 

দিদিমা অ্যানাবেল মেহতার সঙ্গে এই ছবিতে সাদা পোশাকে খুব মিষ্টি দেখাচ্ছে সারাকে।  

এই ছবিতে সাদা অফ-শোল্ডার জানা এবং হালকা নীল রঙের জিনসে নজর কেড়েছেন সারা। 

নীল রঙের প্রিন্টেড অফ-শোল্ডার পোশাকে সারাকে যতই দুর্দান্ত দেখাক না কেন, সকলের নজর কেড়ে নিয়েছে তাঁর ত্বকের ঔজ্জ্বল্য।    

সূত্র: এনডিটিভি বাংলা 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি