ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বায়োপিক হচ্ছে মধুবালাকে নিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে বায়োপিক তৈরির উৎসব চলছে। সেই ধারাবাহিকতায় এবার ঘোষণা এলো কিংবদন্তি অভিনেত্রী মধুবালার নাম। মধুবালার জীবন অবলম্বনে বলিউডে তৈরি হতে যাচ্ছে হিন্দি সিনেমা। তার ছোট বোন মধুর ব্রিজ ভূষণ এ ঘোষণা দিয়েছেন। শিগগিরই নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা ও কলাকুশলীদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে। কোনও নাম উল্লেখ না করে মধুর ব্রিজ ভূষণ জানান, ‌এই বায়োপিক প্রযোজনা করবেন তার ঘনিষ্ঠ বন্ধুরা। তিনি বললেন, ‘আমার বোনের বায়োপিক বানাতে চাই, এটি প্রযোজনা করবেন আমার খুব প্রিয় বন্ধুরা। কাজটা শিগগিরই হবে। সময় হলেই বিস্তারিত জানতে পারবেন মধুবালার ভক্তরা।’
গত বছর ভারতের দিল্লিতে মাদাম তুসো জাদুঘরে মধুবালার মোমের মূর্তি উন্মোচনের সময়ই তার বায়োপিক তৈরির কথা ভেবেছেন ভূষণ। তবে তিনি নিজে সিনেমাটি পরিচালনা করবেন না। এক্ষেত্রে বলিউডের শীর্ষস্থানীয় একজনকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।

এদিকে বলিউডসহ বিভিন্ন স্থান থেকে মধুবালার জীবনের ওপর সিনেমা তৈরির জন্য স্বত্ব চেয়ে তার বোনের কাছে বারবার প্রস্তাব এসেছে। কিন্তু তার চাওয়া, পুরোপুরি নিখুঁতভাবে বোনের জীবনকে তুলে ধরা। এ কারণে তিনি বলেছেন, ‘আমার অনুমতি ছাড়া আমার মধুবালার জীবনের ওপর কোনও বায়োপিক বা কিছুই না বানানোর জন্য তার শুভাকাঙ্ক্ষী ও বলিউড সংশ্লিষ্টদের কাছে বিনীত অনুরোধ রইলো।’

সূত্র : আইএএনএস
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি