ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

অভিনেত্রীর অভিযোগ

‘কনডম দিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন পরিচালক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১৪ জুলাই ২০১৮

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী মীরা সোরভিনো। ১৬ বছর বয়সে কনডম দিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন। তবে হত্যা-চেষ্টার উদ্দেশ্যে নয়, বরং অভিনয়ের প্রতিভা শেখানোর জন্যই নাকি মীরার কাস্টিং পরিচালক তার সঙ্গে ভয়ঙ্কর এ কাজটি করেছিলেন।

সম্প্রতি মীরা জানিয়েছেন, এক কাস্টিং পরিচালক তাকে কনডম দিয়ে গলায় ফাঁস পরিয়ে দিয়েছিলেন। তখন তার বয়স ছিল ১৬ বছর। সেই বয়সে ঘটনাটি বোঝার মতো মানসিকতাও ছিল না তার।

একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করার একপর্যায়ে এই প্রসঙ্গটি তুলে ধরেন অস্কারজয়ী অভিনেত্রী।

তিনি বলেন, ‘যখন আমার বয়স ১৬ বছর ছিল তখন প্রথম অডিশন দেই আমি। তখনই এক কাস্টিং পরিচালক আমার সঙ্গে অশালীন ব্যবহার করেন। আমাকে ভৌতিক সিনেমার একটি দৃশ্য দেওয়া হয়। সেই দৃশ্যটিতে অভিনয় করার সময় আমাকে একটি চেয়ারে বসতে দেওয়া হয়। তখনই সেই কাস্টিং ডিরেক্টর আমাকে চেয়ারের সঙ্গে বেঁধে দেন। তারপর কনডম দিয়ে আমার শ্বাসরোধ করেন।’

অবশ্য পরে এমন কাজের জন্য ক্ষমা চেয়ে নেন সেই কাস্টিং পরিচালক। তিনি তৎক্ষণাৎ জানিয়েছিলেন, দৃশ্যটি ভয়ের ছিল, তাই মীরা যাতে ভয় পান, তাই এই কাজ করা হয়েছিল।

মিরা জানিয়েছেন, তখন তিনি অনেক ছোট ছিলেন। কনডম চিনতেন না। কিন্তু আজ তিনি এটা বোঝেন না, একজন কাস্টিং পরিচালক কেন নিজের পকেটে কনডম নিয়ে ঘুরতেন। বিশেষ করে অডিশনে আসার সময় কনডমের প্রয়োজন থাকার কথা না।

উল্লেখ্য, হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হয়েছিলেন এ অভিনেত্রী। হার্ভে তাকেও যৌন শোষণ করেন বলে দাবি করেছিলেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি