ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাজলের ‘হাতের পুতুল’ ঋদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিম। তাকে নিয়ে নতুন সিনেমা করার খবর ঘোষণা দিয়েছেন প্রযোজক অজয় দেবগণ। এরপর স্ত্রী কাজলের সিনেমা হেলিকপ্টার ইলা’পোস্টার শেয়ার করলেন তিনি। এই মাসের শুরুতে শেয়ার হওয়া টিজার পোস্টার মুক্তি পাওয়ার পর সম্পূর্ণ পোস্টার মুক্তি পেয়েছে এবার।

‘হেলিকপ্টার ইলা’ ২০১৮ সালে সন্তান লালন পালনের পদ্ধতি পুনরাবিষ্কার করেছে- নিজের পোস্টের ক্যাপশনে এমনটি লিখেছেন অজয় দেবগণ। পোস্টারে সিনেমায় ছেলে রিদ্ধির জীবনে মাস্টার পাপেটের ভূমিকায় কাজলকে রোমাঞ্চকর দেখাচ্ছে।

কাজল নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে লেখেন, ‘আমার সন্তানকে এইভাবে ধরে রেখেছি।’

আনন্দ গান্ধীর লেখা গুজরাটি নাটক বেটা, কাগডো থেকে এই সিনেমার গল্প সংগৃহীত। প্রদীপ সরকার (মর্দানি এবং পরিণীতা) পরিচালিত হেলিকপ্টার ইলা-তে কাজল এবং ঋদ্ধি সেন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী এবং নেহা ধুপিয়া।

ঋদ্ধি সেনকে এর আগে অজয় দেবগণ প্রযোজিত পরছেদ সিনেমায় দেখা গেছে। এছাড়াও টালিউডের এই যুবক অভিনেতা নগরকীর্তন সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেছেন।

শেষ কয়েক বছরে কাজলকে নিজের প্রোজেক্টগুলো একটু ভেবেচিন্তে বাছতে দেখা গেছে। হেলিকপ্টার ইলার আগে বলিউডে তাকে শেষবার শাহরুখ খানের বিপরীতে ২০১৫ সালে দিলওয়ালে সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এর মাঝে শুধুমাত্র একবার অভিনেতা ধনুষের বিপরীতে তামিল সিনেমা ভিআইপি ২ তে অভিনয় করেছেন কাজল। এছাড়া ইনক্রেডিবলস ২ সিনেমায় হেলেন পার বা ইলাস্টিগার্লের চরিত্রে হিন্দিতে ডাব করেছেন কাজল।

আগামী ১৪ সেপ্টেম্বর হেলিকপ্টার ইলা মুক্তি পেতে চলেছে। এরপর ডিসেম্বর মাসে শাহরুখ খানের জিরো সিনেমায় বিশেষ ভূমিকায় কাজলকে দেখা যাবে।

সূত্র : এনডিটিভি

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি