নাদিয়ার ফেভারিট ক্রোয়েশিয়া
প্রকাশিত : ১৩:১৭, ১৪ জুলাই ২০১৮
অভিনেত্রী নাদিয়া আহমেদ। অন্যান্য তারকাদের মত তিনিও ফুটবল খেলা পছন্দ করেন। তার পছন্দের দল আর্জেন্টিনা। চলতি মৌসুমে ভালো করতে পারেনি নিজের পছন্দের দলটি। আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পর নাদিয়ার পছন্দের দল ছিল জার্মানি। তারাও টিকে থাকতে পারেনি এবারের আসরে। তাই শেষ পর্যায়ে এসে অভিনেত্রী চাইছেন ক্রোয়েশিয়ার ঘরে যাক এবারের বিশ্বকাপ ট্রফি।
নাদিয়া বলেন, ‘আমি ছোট বেলা থেকে আর্জেন্টিনার সমর্থক। কিন্তু তারা এবার প্রথম থেকে আমাদের হতাশ করেছে। তবুও আশা করেছি সেমিফাইনাল পর্যন্ত যাবে আর্জেন্টিনা। সেটিও হলো না। আর্জেন্টিনার পর আমার পছন্দের দল ছিল জার্মানি। তারাও প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে। বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। সেই কারণে দু’টি দলেরই বিদায়ে আমাদের দেশের ফুটবল সমর্থকেরা অনেক বেশি হতাশ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এবার পছন্দের দলের বাইরে অন্য দলগুলোও বেশ ভালো খেলছে। অন্য দলগুলোর ভালো পারফরমেন্সে খেলার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে ক্রোয়েশিয়ার খেলায় আমি মুগ্ধ। এই দলটি শুরু থেকেই ভালো খেলে আসছে। ফাইনালে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের খেলায় আমি চাই ক্রোয়েশিয়ার ঘরে বিশ্বকাপ যাক। ফ্রান্স আগেও বিশ্বকাপ পেয়েছে। এবার ক্রোয়েশিয়া বিশ্বকাপ পেলে বিশ্বকাপে নতুন মাত্রা যোগ হবে।’
নাদিয়া বলেন, ‘আজকের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যে বেলজিয়াম ভালো করবে আশা করছি। তবে এটি সত্যি দু’দলের মধ্যে দারুণ প্রতিযোগিতা হবে। ব্রাজিলের সঙ্গে বেলজিয়াম ভালো চমক দেখিয়েছে। ইংল্যান্ডের সঙ্গেও হয়তো তেমন কিছু একটা হবে।’
এসএ