ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তির দু’সপ্তাহে ৩০০ কোটির ক্লাবে সঞ্জু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সঞ্জুর ম্যাজিক এখনও চলছে। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহেও বেশ ভালোই চলছে সঞ্জু। মুক্তির পর প্রথম তিন দিনেই ১০০ কোটির গণ্ডি পেরনোর পর দ্বিতীয় সপ্তাহের শেষে সম্প্রতি বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পেরতে চলেছে সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে রাজ কুমার হিরানি পরিচালিত সিনেমা সঞ্জু।

শুধুমাত্র ভারতেই নয়, সঞ্জু সারা বিশ্বে সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী সঞ্জুর বক্সঅফিসে প্রায় ৫০০ কোটি টাকার বেশি জমা পড়েছে।

সঞ্জুর প্রচুর পরিমাণে টিকিট বিক্রি হওয়ার ফলে প্রথম রবিবার ৪৬ কোটি টাকা আয় করে শুরুতেই বাহুবলী ২ এর রেকর্ড ভেঙে ফেলেছে। এছাড়াও, অ্যায় দিল হ্যায় মুশকিল বাদে রণবীর কাপুরের শেষ কিছু সিনেমা (বোম্বে ভেলভেট, তামাশা, রয় এবং জগ্গা জাসুস) হিট না হওয়ার পর সঞ্জুতে ফের নিজেকে প্রমাণ করেছেন রণবীর কাপুর।

সঞ্জু মুক্তির পর ইতিমধ্যে পরিচালক রাজকুমার হিরানি এবং রণবীর কাপুর উভয়েই সকলের অত্যন্ত প্রশংসা লাভ করেছেন। রণবীর কাপুর ছাড়াও সঞ্জুতে সোনম কাপুর, অনুশকা শর্মা, ভিকি কৌশল, দিয়া মির্জা, পরেশ রাওয়াল এবং মনীষা কৈরালা অভিনয় করেছেন।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি