ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলে নাকি মেয়ে

দ্বিতীয় সন্তান কী চাইছেন মীরা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

শাহিদ কাপূর এবং মীরা রাজপুতের প্রথম সন্তান মেয়ে। নাম তার মিশা। মীরার আবারও সন্তান হচ্ছে। এ খবর প্রকাশ্যে আসতেই অনেকের প্রশ্ন ছিল, এবার কী চাইছেন মীরা? ছেলে নাকি মেয়ে? সম্প্রতি সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মীরা। সেখানেই তাকে এক অনুরাগী এই প্রশ্ন করেন। তার উত্তরে মীরা স্পষ্ট বলেন, ‘আসলে আমার কাছে ছেলে বা মেয়ে আলাদা করে গুরুত্বপূর্ণ নয়।’

উল্লেখ্য, ২০১৬-এর ২৬ অগস্ট জন্ম হয় মীরা-শাহিদ দম্পতির প্রথম সন্তান মিশার। মীরার ঘনিষ্ঠ সূত্র সাংবাদিকদের জানিয়েছেন, খুব কম বয়সেই বিয়ে করেছেন মীরা। তারপর তিনি মা হয়েছেন। দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে তিনি পরিপূর্ণ সংসার চান। আর এর পরই শুরু করতে চান প্রফেশনাল ক্যারিয়ার।

শাহিদের মতোই বলিউডে অভিনয় করতে চান মীরা। তবে নাচ তার প্রথম পছন্দ। অভিনয় তো বটেই, তা ছাড়াও অন্য কোনও ভাবে তিনি বলিউডের সঙ্গেই নাকি যুক্ত থাকতে চান।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি