ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বিচ্ছেদের পর স্ত্রীকে নিয়ে সচিনের মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ বছরের বিবাহিত জীবন। এর পর সংসার ভেঙে দেওয়া। দীর্ঘদিনের সংসারও টিকিয়ে রাখা সম্ভব হল না হিন্দি টেলি দুনিয়ার দুই জনপ্রিয় মুখ জুহি পারমার সচিন শ্রফের। জুহি সচিন বিবাহ-বিচ্ছেদের আবেদন করেছিলেন গত বছর ডিসেম্বর মাসে। শেষপর্যন্ত এবছর জুলাই অফিসিয়ালি তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। আর সেই বিবাহ-বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন সচিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সচিন বলেন, ‘বিবাহ-বিচ্ছেদ দুজনের সম্মতির ভিত্তিতে স্বচ্ছতা ও সম্মানের সঙ্গেই হয়েছে। দুর্ভাগ্যজনকভাবেই জুহি এই বিচ্ছেদ নিয়ে জনসমক্ষে নিজের মতামত জানিয়েছে। তবে জুহি আমাকে কোনও দিনই ভালোবাসেনি। প্রথম থেকেই এটা একতরফা সম্পর্ক ছিল। যে সম্পর্কে ভালোবাসা থাকে না, সেটা আঘাত পায়। আমি কোনওভাবেই জুহিকে আমায় ভালোবাসাতে পারলাম না।’

আবারও বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে সচিন বলেন, ‘আমি এখন বাস্তববাদী, এখন এটা বিশ্বাস করি যেকোনও সম্পর্ক টেকাতে গেলে দুই পক্ষেই ভালোবাসা থাকা প্রয়োজন। তবে আমার পক্ষে এখনই দ্বিতীয় বিয়ে নিয়ে ভাবা সম্ভব নয়। আমি এখনও মানসিকভাবে ভেঙে রয়েছি, কারণ আমি ওকে ভীষণ ভালোবাসতাম। এবার ঈশ্বরই আমার ভাগ্য নির্ধারণ করবেন। আমি আমার পরবর্তী জীবনটা আনন্দের সঙ্গে ও আশা নিয়ে বাঁচতে চাই।’

প্রসঙ্গত, কিছুদিন আগে সংসার ভাঙা নিয়ে মুখ খুলেছিলেন জুহি পারমারও। তিনি বলেন, ‘আমি বিয়ের আগে থেকেই সচিনকে চিনতাম। ও বলেছিল ও আমায় ভালোবাসে, আর আমরা অল্প সময়ের মধ্যেই বিয়ে করে ফেলি। সেসময় আমি ওর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম, যার মূল কারণ ছিল সচিনের ভালোবাসা। আমি ভেবেছিলাম আমিও ওকে ভালোবেসে ফেলব। তবে আমি এখনও জানি না, যে এটাকে পুরোপুরি ‘লাভ ম্যারেজ’-এর তকমা দেওয়া যায় কিনা? বিয়ের বেশ কয়েকবছর পরই আঘাতটা এলো। আমার কাছে বিশ্বাস করা কষ্টকর ছিল যে এই সংসারটা আর চালানো যাচ্ছে না। পরে আমি সিদ্ধান্ত নি, এভাবে থাকার চেয়ে আলাদা থাকাই ভালো। সেসময় অভিনেত্রী আশকা গোরাদিয়া আমার পাশে দাঁড়িয়েছিল।’

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি