ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শামি একজন যৌনাসক্ত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কিছুদিন নীরব থাকার পর ভারতীয় ক্রিকেটার শামির স্ত্রী হাসিন জাহান আবারও মুখ খুললেন স্বামীর বিরুদ্ধে। হাসিন এদিন তার ক্রিকেটার স্বামীকে ‘যৌন আসক্ত’ বলে অভিহিত করেছেন। এমনকী শামিকে ক্লিনচিট দেওয়ার জন্য টার্গেট করেছেন বিসিসিআইকেও। সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন হাসিন। তার আগে শামিকে নিয়ে এমন মন্তব্য করলেন তিনি।

হাসিন শুধুমাত্র খ্যাতি লাভের আশাতেই শামিকে বিয়ে করেছেন- এ ধারণা ভুল জানিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যে পেশায় ছিলাম, আমি নিজেই চেষ্টা করলে খ্যাতিলাভ করতে পারতাম। তার জন্য শামিকে বিয়ে করার দরকার হত না। আর যদি কেউ মনে করেন, আমি সত্যিই চিত্তাকর্ষক হতে চাইতাম, আমি শামিকে বিয়ে করতাম না। আমি একজন ব্যবসায়ীকে বিয়ে করতাম। আর আগেই মুম্বাইয়ে চলে যেতাম। সেখানে গিয়ে নিজের ক্যারিয়ার নিয়েই ভাবতাম। তা আমি করিনি। এখন আমার ভবিষ্যতের জন্য, আমার মেয়ের ভবিষ্যতের জন্য ভাবছি। সেই কারণেই বলিউডে আত্মপ্রকাশ। আমাকে আমজাদ খানের ফতোয়া সিনেমাতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে।’

শামির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও জানান, তার স্বামী ক্রিকেটার শামি এখন বিবাহবিচ্ছেদ চাইছেন।

হাসিন বলেন, ‘আমার মধ্যে প্রয়োজনীয় গুণাবলী ছিল না বলে তিনি বিবাহ বিচ্ছেন চাইছেন তা নয়, অসদাচরণের জন্যই তিনি বিবাহ বিচ্ছেদ চাইছেন। কারণ শামি যৌনাসক্ত একজন পুরুষ। আমি তার অবাধ যৌনাচরণে বাধা সৃষ্টি করেছিলাম বলেই এত সমস্যা। আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছি। আমি হিংসার শিকার হয়েছিলাম। এমনকী আমাকে ধর্ষণের চেষ্টাও করা হয়েছিল।’

গত মার্চ মাসে, হাসিন জাহান তার স্বামীর বিরুদ্ধে বহু নারী সঙ্গ, অসৎ চরিত্র এবং গার্হস্থ্য হামলার অভিযোগ-সহ ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ এনেছিলেন। আইপিএলের আগে তিনি দাবি করেছিলেন, শামি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও যুক্ত। যদিও বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী শাখা তাকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে ক্লিনচিট দেয়।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি