ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে রসায়ন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তির পর থেকেই বক্স অফিস মাতাচ্ছে ‘সঞ্জু’। রণবীর কাপুর অভিনীত সঞ্জয় দত্তের এই বায়োপিক ক্রমেই পেরিয়ে যাচ্ছে বহু কোটির অঙ্ক। আর সেই সঙ্গে প্রশংসিত হচ্ছে সিনেমাতে রণবীরের অভিনয়।
এরই মধ্যে ইউটিউবে সিনেমার একটি গান ‘মুঝে চাঁদ পে লে চলো’ মুক্তি পেয়েছে। যা এখন ইন্টারনেট মাতাচ্ছে। গানের দৃশ্যে খোলামেলা কারিশ্মা তান্নাকে দেখা গিয়েছে। যেখানে গোলাপী পোশাকে, যৌনতাকে সম্মোহন জানিয়েছেন তিনি। ততধিক আকর্ষণীয় ছিলেন সঞ্জয়ের ভূমিকায় রণবীরও।

উল্লেখ্য, এই সিনেমাতে কারিশ্মা তন্না, সঞ্জয় দত্তের সবচেয়ে কাছের বন্ধুর গার্লফ্রেন্ড হিসাবে অভিনয় করেছেন। আর সেই গার্লফ্রেন্ডের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন সঞ্জয়। তারপর কী ঘটেছে, তা জানতে হলে, দেখতে হবে ‘সঞ্জু’।
উল্লেখ্য, সিনেমাতে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করেছেন পরেশ রাওয়াল। সঞ্জয়ের মা নার্গিসের ভূমিকায় রয়েছেন মণীষা কৈরালা। দিয়া মির্জা রয়েছেন মান্যতা দত্ত অর্থাৎ সঞ্জয়ের বর্তমান স্ত্রীয়ের ভূমিকায়।



সূত্র : অন ইন্ডিয়া
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি