ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিকের সঙ্গে বাগদানের অপেক্ষায় প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অনেক দিন ধরেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন পপ তারকা নিক জোনাসের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। নিক জোনাস এরই মধ্যে প্রিয়াঙ্কার সঙ্গে ভারত সফরেও এসেছিলেন। থেকেছেন নায়িকার বাসাতেই। এদিকে নিকের ভারত সফরের আগে নিউ জার্সির আটলান্টিক সিটিতে এক আত্মীয়ের বিয়েতে প্রিয়াঙ্কাকে নিয়ে যান নিক। সেখানে পুরো জোনাস পরিবারের সঙ্গে দেখা করেন নায়িকা। তাদের মধ্যে কথা হয়।

এদিকে সংবাদমাধ্যম এ জুটির নতুন নাম দিয়েছে ‘নিয়াঙ্কা’। জানা গেছে, এখন তারা একসঙ্গেই আছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা বলেছেন, যুক্তরাষ্ট্রে আমরা একসঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছি। একে অপরকে ভালোভাবে বোঝার চেষ্টা করছি। নিজেদের ভালো করে জানাটা জরুরি। সেই চেষ্টাটা চলছে। এদিকে ফিল্মফেয়ার ম্যাগাজিনের অনলাইন সংস্করণের খবর অনুযায়ী, জুলাই অথবা আগস্ট মাসেই প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বাগদান হবে। আর সে কারণেই নিজেদের বেশি বেশি সময় দেয়ার চেষ্টা করছেন নিয়াঙ্কা।

সূত্র : পিপল ম্যাগাজিন

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি