ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবেদনময়ী ছবি পোস্ট করে নিশোকে জন্মদিনের শুভেচ্ছা সানি লিওনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নিশো। সানি লিওনের সন্তানের নাম। আজ থেকে ঠিক এক বছর আগে তাকে দত্তক নিয়েছিলেন সাবেক এই নীল তারকা। আজ তার জন্মদিন। এই দিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মেয়েকে।

সোস্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে যে ছবি দিয়েছেন সানি সেটি ছিল তার স্বভালসুলভ আবেদনময়ী চরিত্রের বহি:প্রকাশ।

স্বামী ও মেয়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করে সানি লিখেছেন, ‘এক বছর আগে আজকের দিনে আমাদের জীবনটা বদলে গিয়েছিল যখন তোকে আমাদের সঙ্গে বাড়িতে নিয়ে এসেছিলাম। … আমার বিশ্বাসই হচ্ছে না মাত্র এক বছর হল। আমার তো মনে হচ্ছে তোকে বহু জন্ম ধরে চিনি। তুই আমার আত্মার অংশ। পৃথিবীর সবচেয়ে সুন্দর কন্যা সন্তান। তোকে আমি খুব ভালবাসি নিশা কউর ওয়েবার!’

যে ছবিটি পোস্ট করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সানি তা কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। সে সময় ছবিটি খোলামেলা হওয়ার কারণে তাঁকে ট্রোলডও হতে হয়। অনেকে আবার এও বলেছিলেন, নিশার অভিব্যক্তি দেখে মনে হয়েছিল, সানি-ড্যানিয়েলের সঙ্গে ছবি তোলার কোনো ইচ্ছে ছিল না তার। তবে সে সব সমালোচনাকে একেবারেই পাত্তা দেননি সানি। সে কারণেই এই বিশেষ দিনে তিনি এই ছবিটিই বেছে নিয়েছেন।

গত বছর মহারাষ্ট্রের লাতুর এলাকার চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি-ড্যানিয়েল। সে সময় তিনি বলেছিলেন, ‘‘বাকিদের মা হতে ন’মাস লাগে। আমার মাত্র তিন সপ্তাহ লাগল। যখন নিশার ছবি প্রথম দেখলাম আমি যে কতটা খুশি ছিলাম তা বলে বোঝাতে পারব না। আমি বিশ্বাস করি আমরা নই, বরং নিশা আমাদের পছন্দ করেছে।’’

চলতি বছরের মার্চ নাগাদ সরোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের মা হন সানি। সে সময় তিনি বলেন, ‘‘ড্যানিয়েল আর আমার মনে হয়েছিল আমরা তিন সন্তানের অভিভাবক হতে পারি। এতদিনে আমার পরিবার সম্পূর্ণ হল।”

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সানি লেখেন, গত ১ বছর আগে নিশাকে কোলে তুলে নিয়েছিলেন তাঁরা। নিশার হাজিরায় তাঁদের জীবন যেন আমূলভাবে পাল্টে গিয়েছে। সারা জীবন যেন নিশাকে তাঁরা এভাবেই আগলে

রাখতে পারেন। সেই ইচ্ছাও প্রকাশ করেন বলিউড অভিনেত্রী। পাশাপাশি নিশাকে তিনি খুব ভালবাসেন। এবং নিশা তাঁর হৃদয়ের কাছাকাছি বলেও মন্তব্য করেন প্রাক্তন নীল তারকা।

সূত্র : জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি