ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বিয়ের পরিকল্পনায় জাস্টিন-হেইলি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ১৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৪৩, ১৭ জুলাই ২০১৮

পপস্টার জাস্টিন বিবার প্রেমিকা হেইলি বাল্ডউইনকে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের নানা পরিকল্পনা এখন থেকেই শুরু করেছেন তারা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই তাদের বিয়ে সম্পন্ন হবে।

পশ্চিমা সংবাদমাধ্যমে তাদের একটি সূত্র বলছে, বিবার ও হেইলি তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে পরস্পর আলোচনা করছেন। আগামী বছর ছোট পরিসরে তারা বিয়ের কাজ সারতে চান।

শুধু তাই নয়, হেইলি এরইমধ্যে তার বিয়ের পোশাক বানানোর কাজ শুরু করে দিয়েছেন। এ প্রসঙ্গে সূত্র জানায়, বিয়ের পোশাক ও সাজ নিয়ে হেইলি নিজের আইডিয়া ফ্যাশন ডিজাইনার ও তার টিমের সঙ্গে শেয়ার করেছেন। তারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

এদিকে জাস্টিন বিবার ও হেইলি বাল্ডউইন গত ৭ জুলাই বাহামাসের একটি রিসোর্টে তাদের বাগদান সম্পন্ন করেছেন। এ ব্যাপারে শুরুতে তারা গোপনীয়তা রক্ষা করলেও পরে নিজেরাই তা জানান।

হেইলির সঙ্গে বিবারের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৬ সালে নিজেদের প্রেমের কথা সবাইকে জানালেও ওই বছরেই তাদের বিচ্ছেদ ঘটে। এর পরের বছর বিবারের সাবেল প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে নানা সময় ক্যামেরাবন্দি হন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হেইলির সঙ্গেই এই কানাডিয়ান শিল্পীর বাগদান হয়ে গেল।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি