ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিরেক্টরস গিল্ডের নির্বাচন ৫ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:৫৫, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ডিরেক্টরস গিল্ডের নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নাটক ও টেলিছবির পরিচালকদের নিয়ে এই সংগঠন। প্রধান নির্বাচন কমিশনার আমজাদ হোসেন ডিরেক্টরস গিল্ডের কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেছেন।

জানা যায়, আগামী ১ থেকে ৪ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আর জমা দেওয়ার সময় ঠিক করা হয়েছে ৬ আগস্ট। ২০১৮-২০২০ সালের জন্য আগামী ৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ জুলাই ভোটার তালিকা প্রকাশ করবে এই নির্বাচন কমিশন।

নির্বাচনটির তফসিল ডিরেক্টরস গিল্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।  

প্রসঙ্গত, টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের বর্তমান সভাপতি গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক। ২০১৬ সালের ২২ জুলাই গত নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল।

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি