ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়ে সারার সঙ্গে কেমন সম্পর্ক সাইফের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ১৮ জুলাই ২০১৮ | আপডেট: ২৩:০১, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সাইফ আলী খানের সাথে তার প্রথম স্ত্রী অমৃতা সিং-এর বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। তবে সারার সঙ্গে সাইফের সম্পর্ক কেমন তা সাইফ নিজেই স্পষ্ট করেছেন।  

সম্প্রতি একটি সংবাদপত্রের সাক্ষাতকারে সইফ আলি খান বলেন, তার যখন বেশ কম বয়স, সেই সময় সারার জন্ম হয়। ফলে, সারার সঙ্গে তার সম্পর্ক একেবারে বন্ধুর মত।

এমনকী, সারা সাইফের পানসঙ্গীও বলে মন্তব্য করেন বলিউডের এই নায়ক। শুধু সাইফ নন, সারার সঙ্গে কারিনা কাপুরের সম্পর্কও বেশ ভাল।  

সাইফের সঙ্গে কারিনার বিয়ের পর থেকে মাঝে মধ্যেই কারিনার সাথে সারা এবং সাইফ পুত্র ইব্রাহিমকে ঘুরতে দেখা গেছে।

শুধু তাই নয়, নিজের মেকআপ আর্টিস্ট পম্পিকেও সারার দায়িত্বে নিয়োজিত করেন কারিনা কাপুর।  

সূত্র: জি নিউজ

এমএইচ/এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি