ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

স্টার সিনেপ্লেক্সে রকের ‘স্কাইস্ট্ক্র্যাপার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ২০ জুলাই ২০১৮

একের পর এক সিনেমা নিয়ে ঢাকার দর্শকদের সামনে আসছেন ‘দ্য রক’। সবশেষ ‘জুমানজি ২’- এর সাফল্যের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা। নাম ‘স্কাইস্ট্ক্র্যাপার’। আজ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘দ্য রক’ মানেই দুঃসাহসিক আর দুর্ধর্ষ অ্যাকশন। এ সিনেমাতেও তার ব্যতিক্রম নয়। আর দর্শকরা যে তার কাছ থেকে এমন কিছু দেখার প্রত্যাশায় থাকেন তার প্রমাণ মিলেছে সিনেমার ট্রেলার প্রকাশের পর। সিনেমাটি পরিচালনা করেছেন রওশন মার্শাল থারবার। ডোয়াইন জনসন ছাড়াও অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, চিন হান, রোল্যান্ড মেরার, পাবলো শেরিবের প্রমুখ।


এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি