ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লোকার্নো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে প্রদর্শিত হবে বাংলাদেশের তিন চলচ্চিত্র। উৎসবের জন্য নির্বাচিত সিনেমাগুলোর তালিকায় আছে- আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইভ ফর্ম ঢাকা’, মেহেদী হাসান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেথ অব এ রিডার’ এবং অং রাখাইনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্ট অফিস’।
সিনেমা তিনটি প্রদর্শিত হবে লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর্স স্ট্ক্রিনিং বিভাগে। যার মধ্যে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে অং রাখাইনের বিশ মিনিট দৈর্ঘ্যের ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ সিনেমার। ৯১ মিনিটের ‘লাইভ ফর্ম ঢাকা’ সিনেমাটি হবে সুইজারল্যান্ড প্রিমিয়ার এবং ৯ মিনিট দৈর্ঘ্যের ‘ডেথ অব এ রিডার’ সিনেমার হবে ইউরোপিয়ান প্রিমিয়ার। ৭১তম লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর্স প্রকল্পে অংশ নেবেন ‘মাটির প্রজার দেশে’ সিনেমার প্রযোজক আরিফুর রহমান।

এ উৎসবে তিনি অংশ নেবেন তিনটি প্রকল্প নিয়ে। এ ছাড়াও ওপেন ডোরস হাবে নির্বাচিত হয়েছে মেহেদী হাসানের ফিল্ম প্রকল্প ‘স্যান্ড সিটি’।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি