ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

কম বয়সে বিয়ে করার কারণ বললেন শাহরুখ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ২২:২৪, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড কিং শাহরুখ খান অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। নানা পথ পাড়ি দিয়ে উঠেছেন খ্যাতির চূড়ায়। কাজের ব্যস্ততায় সবাইকে সঙ্গ দেওয়া কখনো সম্ভব হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রিয় সুপারস্টারকে যেন বন্ধুর মতো করেই পেয়ে যান ভক্ত-অনুরাগীরা। এখন তারকারাও ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজেদের কথা শেয়ার করছেন। এক্ষেত্রে বলিউড কিং খান শাহরুখ বেশ এগিয়ে।

নিজের দৈনন্দিন রুটিনের অনেক কিছু্ই যেমন শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে, তেমনই নতুন ছবির খবরও তাদের জানিয়ে দেন। তাকে সরাসরি প্রশ্ন করে বহু অনুরাগী উত্তরও পেয়েছেন।  

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার যার নাম ‘আস্ক মি আ কোয়েশ্চেন’। সেখানে শাহরুখকে প্রশ্ন করা হয়, ‘আপনি এত কম বয়সে বিয়ে করেছিলেন কেন?’

ব্যাপারটি না এড়িয়ে বুদ্ধিদীপ্ত দক্ষতায় ভক্তদের উত্তর দেন বলিউড বাদশাহ শাহরুখ খান।   

উত্তরে শাহরুখ বলেন, ‘ভাই ভালোবাসা আর ভাগ্য যে কোনো সময়ে চলে আসতে পারে। দুটিই গৌরীর সঙ্গে সঙ্গেই এসেছিল।’

উল্লেখ্য, ১৯৯১ সালের ২৫ অক্টোবর অর্থাৎ ক্যারিয়ারের শুরুতেই ২৫ বছর বয়সে প্রিয় বন্ধু গৌরীকে বিয়ে করেন শাহরুখ। বাস্তব জীবনের বিবাহিত পুরুষকে স্ক্রিনের দর্শকরা নায়ক হিসেবে কতটুকু মেনে নেবে সেই সময় ব্যাপারটি আলোচনায় এসেছিল।

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি