ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডার্টি পিকচারের নাসিরউদ্দিন সত্তরেও ‘সিরিয়াস’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ডার্টি পিকচারের অন্যতম অভিনেতা নাসিরউদ্দিন শাহ সম্প্রতি সত্তর বছর পূর্ণ করেছেন। এই সত্তর বছরে পৌঁছেও তিনি তার অভিনয় নিয়ে এখনো সিরিয়াস। তার কাছে অ্যাওয়ার্ড অভিনয়ের মাপকাঠি নয়৷ 

তার কাছে অভিনয় এবং ব্যক্তিগত জীবন একই রকম৷ নাসিরুদ্দিনের মতো অভিনেতার অ্যাওয়ার্ডের দরকার পড়ে না৷ তার দরকার পড়ে ভালো স্ক্রিপ্ট৷ তার মতো অভিনেতা জানেন শুধু খিদে৷ অভিনয়ের খিদে৷

ভাল চিত্রনাট্যের খিদে৷ এরকম অভিনেতাদের বসবাস এক অন্য জায়গায়৷ যেখানে নেপোটিজম নেই, বলিউডের আইটেম নম্বর নেই, সালমান খানের ছবির মতো ‘নো ব্রেন’ স্ক্রিপ্টও নেই৷

রয়েছে অভিনয়ের প্রতি নিখাদ ভালবাসা৷ নাসিরউদ্দিন মতো স্টেজ অ্যাক্টরদের জার্নি সাধারণত অন্যরকমভাবে শুরু হয়৷ নাটকের মঞ্চ এদের কাছে প্রথম প্রেমের মতো৷ আর রূপোলি পর্দায় অভিনয় করতে এলেও সেই প্রেমের ছোঁয়া বারে বারে পান দর্শকরা৷

দেখতে সুন্দর না হলে হিরো হবে কী করে? নায়ক হওয়ার প্রথম প্রয়োজনীয়তা হল হ্যান্ডসাম চেহারা৷ ফর্সা না হলেও টল-ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম তো হতেই হবে৷ এসব প্রয়োজনীয়তার কথা একবারের জন্যও নাড়া দেয়নি নাসিরের অভিনয় সত্ত্বাকে৷

‘থিয়েটার অ্যাক্টরদের সুন্দর চেহারার প্রয়োজন হয় না’ এ কথা কম-বেশি নাসিরুদ্দিনকেও শুনতে হয়েছে৷ কিন্তু নাটকের মঞ্চে, চোখে গ্লিসারিন দেওয়ার সময় থাকে না৷ শেষের সারিতে বসা দর্শকদেরও যেন তার অভিনয় নাড়া দেয়৷ কোনায় বসা দর্শকের রন্ধ্রে রন্ধ্রে গিয়ে পৌঁছায় অভিনেতার আওড়ানো প্রতিটা শব্দ৷ এগুলোর জন্য টল-ডার্ক অ্যান্ড হ্যান্ডসামের থেকেও দরকার নাসিরউদ্দিনের মতো অভিনয়ের দক্ষ কারিগর হওয়া৷

উত্তরপ্রদেশে বারাবাঙ্কি শহরে জন্ম নাসিরউদ্দিন শাহের৷ পড়াশোনার জন্য দিল্লি চলে এসেছিলেন তিনি৷ সেখান থেকেই শুরু হয় অভিনয়ের সফর৷ ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ অ্যাটেন্ড করেছিলেন৷ সেখান থেকেই অভিনয়ের পথচলা শুরু৷ সময় পেরিয়েছে৷ বলিউড তাকে চিনেছে প্রতিটি ছবিতে নতুন করে৷ তবুও এসবের মধ্যে নাসির সাহেব সিরিয়াস ভীষণই সিরিয়াস৷ কে বলে প্রেম নাকি সিরিয়াস জীবনের জন্য নয়৷ তাহলে কর্মমুখর নাসিরউদ্দিনের জীবন কী ?

এমএইচ/এসি      

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি