ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালো হওয়ায় প্রিয়াঙ্কাকে মিস ইন্ডিয়া হিসেবে চাননি বিচারক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি ৩৬ বছরে পা দিলেন হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে প্রেমিক নিক জোনাসের সঙ্গে লন্ডনে সময় কাটাচ্ছেন তিনি। ফিরে এসেই আবার সালমান খানের সঙ্গে ‘ভারত’-এর শুটিংয়ে যোগ দেবেন। প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনামে উঠে আসছেন তিনি। তার ভক্তের সংখ্যাও কম নয়। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা দেখে অনেকের কাছেই তিনি ঈর্ষার বিষয়। এই প্রিয়াঙ্কাকে নাকি মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের জন্য পছন্দ ছিল না এক বিচারকের। নায়িকার গাত্রবর্ণ নিয়ে আপত্তি ছিল তার। যুক্তি ছিল, প্রিয়াঙ্কা চোপড়া মেয়েটা নাকি বড্ড কালো।
কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে অসীম ছাবরার বই ‘প্রিয়াঙ্কা চোপড়া : দ্য ইনক্রেডিবেল স্টোরি অফ আ গ্লোবাল বলিউড স্টার’। সেখানেই এ তথ্য ফাঁস করেন প্রদীপ গুহ নামে এক ব্যক্তি। ১৭ বছরের প্রিয়াঙ্কা যখন উত্তরপ্রদেশ থেকে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, প্রদীপ তখন প্রতিযোগীদের মেন্টরের দায়িত্বে ছিলেন। সে বছর মিস ইন্ডিয়া ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত। প্রিয়াঙ্কা হয়েছিলেন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড। আর এশিয়া প্যাসিফিক সম্মানের জন্য নির্বাচিত হয়েছিলেন দিয়া মির্জা। প্রিয়াঙ্কার মধ্যে প্রতিযোগিতা জেতার সমস্ত গুণ ছিল। কিন্তু তা সত্ত্বেও ওই বিচারকের তাকে পছন্দ ছিল না। কারণ তার গায়ের রং কালো ছিল। প্রদীপের দাবি তখন তিনিই, বিচারকের বিরুদ্ধে কথা বলেন। জানান দক্ষিণ আফ্রিকা থেকে মেয়েরা এসেও বিশ্বের মন জয় করছে। সেখানে বিচারক এমন ধারণা রাখেন কেমন করে? এই প্রশ্নের পরই নাকি ওই বিচারক চুপ করে যান।
প্রসঙ্গত, যে বছর প্রিয়াঙ্কা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড হয়েছিলেন, বিচারকের আসনে ছিলেন শাহরুখ খান, জুহি চাওলা, ওয়াহিদা রহমান, মহম্মদ আজহার উদ্দিনের মতো তারকারা। এদের মধ্যে কে এমন মনোভাব পোষণ করতেন, তা অবশ্য জানাননি প্রদীপ। তবে তিনি জানান, গায়ের রঙের জন্য সে বছর দ্বিতীয় হননি প্রিয়াঙ্কা। প্রতিযোগিতার শেষ পর্যন্ত তার ও লারা-র স্কোর একই ছিল। কিন্তু প্রিয়াঙ্কার মধ্যে জেতার সেই তাগিদ ছিল না। কারণ তিনি তখন জানতেনই না জীবনে কী করতে চান।
সূত্র : সংবাদ প্রতিদিন
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি