ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের ক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২১ জুলাই ২০১৮

পাঁচ বছর পর টেলিভিশনে কামব্যাক করলেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। সৌজন্যে ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’। ফিরে এসেই গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। জানালেন, একরাশ ক্ষোভের কথা। বিগত পাঁচ বছর তিনি টেলিভিশন থেকে উধাও হয়ে গিয়েছিলেন। কিন্তু কেনো?

বিষয়টি নিয়ে সৌমিলি বলেন, ‘পাঁচ বছর আগে আমার বিয়ে হয়েছে। এই ডিসেম্বরে বিয়ের বয়স ছয় হবে। অনেকে হয়তো ধরে নিয়েছিলেন বিয়ের পর আমি কাজ করব না। আমি কিন্তু কাজ করতে চেয়েছিলাম। শ্বশুরবাড়ি থেকেও কোনও বাধা ছিল না। হয়তো ওই সময়টা কপালে কাজ ছিল না। তবে এর মধ্যে সিনেমা করেছি। প্রদীপ সরকারের সঙ্গে চারটে বিজ্ঞাপনের কাজ করেছি।

তিনি আরও বলেন, ‘প্রথম দু’-এক বছর মেগা করতে চাইনি আমি। তারপর মায়ের চরিত্র এসেছিল। সেটাও করতে চাইনি। অনেকে হয়তো ধরে নিয়েছিলেন আমি দেশের বাইরে স্থায়ী হয়েছি। তখন আমার সঙ্গে কেউ যোগাযোগও করেনি। আসলে কাজ দেওয়ার ইচ্ছে ছিল না কারও। তবে ‘লোকনাথ’ যেখানে চলছে সেই চ্যানেলের কাছে আমি কৃতজ্ঞ। আমার কাজের ক্রাইসিসের সময়ে ওরা আমাকে সেই জায়গাটা দিয়েছে।’

কাস্টিং কাউচ প্রসঙ্গে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘আমি কাস্টিং কাউচ ফেস করেছি। সে জন্য কিছু বড় ব্যানারের ছবি চলে গিয়েছে। কখনও ডিরেক্টলি কেউ কিছু বলেননি। হয়তো কেউ বলেছে, যা না এটা কর না। তা হলে হবে। কিন্তু সেটা তো আমি করতে পারব না। ২০ বছরে ইন্ডাস্ট্রিতে হয়তো কম কাজ করেছি। কিন্তু আমার চরিত্র নিয়ে কেউ কোনওদিন কিছু বলতে পারেনি। এটা নিয়ে আমি মাথা উঁচু করে থেকেছি।’

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি