ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাহ্নবীকে নিয়ে ভিন্ন স্বপ্ন ছিল শ্রীদেবী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে মুক্তি পেয়েছে জাহ্নবী-ঈশান অভিনীত সিনেমা ‘ধড়ক’। ২০ জুলাই, শুক্রবার মুক্তি পায় সিনেমাটি। ‘ধড়ক’র হাত ধরে বলিউডে পা রাখছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তার আগে বহুবার বহু সাক্ষাৎকারে জাহ্নবীর কথায় উঠে এসেছে প্রয়াত ভারতীয় সুপারস্টার মা শ্রীদেবীর প্রসঙ্গ।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, অভিনেত্রী হিসাবে নয়, জাহ্নবীকে চিকিৎসক হিসাবে দেখতে চেয়েছিলেন শ্রীদেবী। তিনি চেয়েছিলেন মেয়ে জাহ্নবী যেন চিকিৎসকের পেশাকে বেছে নেন। জাহ্নবী, মায়ের সঙ্গে কথোপোকথোনের প্রসঙ্গ তুলতেই এই তথ্যটি প্রকাশ করেন সাক্ষাৎকারে।

শ্রীদেবী জাহ্নবীকে বলতেন, তিনি নিজে যেহেতু হতে পারেননি চিকিৎসক, তাই চান মেয়ে সেই পেশা গ্রহণ করুক। মেয়েকে ডাক্তার হিসাবে দেখবেন বলে একটা সময় জেদ ধরে বসেন শ্রীদেবী। তবে বনি কাপুর শ্রীদেবীকে সেই অনড় অবস্থান থেকে খানিকটা সরিয়ে আনেন।

উল্লেখ্য, ‘ধড়ক’ সিনেমাতে দেখা যাবে কিশোর প্রেমের এক অন্য স্বাদের কাহিনি। মারাঠি সিনেমা ‘সাইরাত’ এর হিন্দি রিমেক করণ জোহর প্রযোজিত এই সিনেমা। এতে শ্রীদেবী কন্যা জাহ্নবীর সঙ্গে অভিনয় করেছেন শাহিদ কাপুরের ভাই ঈশান।
সূত্র : অন ইন্ডিয়া
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি